ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চতুর্থবারের মত আলোচনায় রাশিয়া-ইউক্রেন

চলমান ভয়াবহ সংকট নিরসনে চতুর্থবারের মত আলোচনায় বসেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ও প্রতিনিধি দলের সদস্য মিখাইলো পোদোলিয়াক টুইটারে এ কথা জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত বৈঠকের একটি ছবি টুইট করে পোদোলিয়াক জানান, প্রতিনিধি দলগুলো সক্রিয়ভাবে তাদের নির্দিষ্ট অবস্থান তুলে ধরছে। যদিও যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তবে এটি কঠিন। মতবিরোধের কারণ হলো দুই দেশের রাজনৈতিক ব্যবস্থার বড় ধরনের ভিন্নতা।

ইউক্রেন সংকট নিয়ে তিন দফা বৈঠকেও কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় আবারও বৈঠকে বসেছে রাশিয়া-ইউক্রেন।

এর আগে সংকট নিরসনে সীমান্তবর্তী বেলারুশে দুই দেশের মধ্যে ৩ দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও একটি আলোচনা হয়। কিন্তু বৈঠকগুলো থেকে কার্যত কোনো সিদ্ধান্ত আসেনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন