ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক প্রটেক্টের নামে প্রতারণা, আইডি বাঁচাতে করণীয়

বর্তমানে ফেসবুক এখন নিয়মিত জীবনের অংশ হয়ে উঠছে। ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। তবে বেশ কয়েকটি হ্যাকার চক্র ফেসবকু অ্যাকাউন্ট সুরক্ষিত করার নামে প্রতারণা করছে। ব্যক্তিগত অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ অনেক তথ্য হাতিয়ে নিচ্ছে। কিন্তু কিছুটা কৌশলী হলে এ যাত্রায় বেঁচে যাওয়া সম্ভব।

তার আগে চলুন জেনে নিই ফেসবুক প্রটেক্ট কি? Facebook Protect এর নাম করে আপনার কাছে কোনো ইমেইল আসলে এই ইমেইল থেকে সতর্ক থাকুন। এই ইমেইলে জানানো হবে যে, একটি নির্দিষ্ট দিনের মধ্যে এই ফিচার অ্যানাবল না করলে আপনার ফেসবুক প্রোফাইল বন্ধ করে দেওয়া হবে। যতদিন না পর্যন্ত ফেসবুক প্রটেক্ট অ্যানাবল করছেন ততদিন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ থাকবে।

এমন ইমেইল দেখলেই ভেবে নিবেন, এটি একটি ফিশিং ইমেইল। সাধারণ গ্রাহকদের ফাঁদে ফেলতে নিয়মিত এই ধরনের ইমেইল পাঠাতে থাকে প্রতারকরা।

এই ধরনের ইমেইলের লিংকে একবার ক্লিক করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। ফলে বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করে দিতে পারে হ্যাকাররা।

হ্যাকাররা আপনার কাছে ইমেইলকে আরও বিশ্বাসযোগ্য করতে security@facebookmail.com থেকে ইমেইল পাঠাবে। যা দেখে আপনার মনে হতে পারে, কোন ফেসবুক ব্যবহারকারী এই ইমেইল করেছেন।

কিন্তু চাইলে ইমেইলের লিংকে ক্লিক না করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে Facebook Protect অ্যানাবল করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন এই কাজ-

১। Facebook লগ ইন করুন।

২। তারপর ডান দিকে উপরে মেনু বাটনে ট্যাপ করুন।

৩। Settings & Privacy Settings সিলেক্ট করুন।

৪। ডেক্সটপ থেকে Security and Login বা মোবাইল থেকে Password and Security অপশন সিলেক্ট করুন।

৫। এখানে Facebook Protect এর অধীনে দেখতে পাবেন Facebook Protect is Off। Get Started (ডেক্সটপ) বা মোবাইল থেকে তীর চিহ্নে সিলেক্ট করুন

৬। এরপরে স্ক্রিনের নির্দেশিকা অনুসরণ করুন। আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যেই শক্তিশালী পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেনটিকেশন এনেবেল থাকলে আর কিছুই করতে হবে না।

কিন্তু সুরক্ষার জন্য সাইবার বিশেষজ্ঞরা সব সময় টু ফ্যাক্টর অথেনটিকেশন অ্যানাবল রাখার পরামর্শ দিয়েছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এখনও এই সুরক্ষা ফিচার অ্যানাবল না থাকলে এখনই তা অ্যানাবল করে নিন। এতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন