ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘ভোজ্যতেল মজুতকারীদের ধরতে টাস্কফোর্স গঠিত হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ভোজ্যতেল দাম নিয়ন্ত্রণে মজুতকারীদের ধরতে টাস্কফোর্স গঠন করা হবে।

আজ রবিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

তিনি আরও জানান, নিত্যপণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওএমএসের কার্যক্রম বাড়ানো হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন