ঢাকা | শনিবার
১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় বাংলাদেশের পোশাক রফতানির রেকর্ড

যুক্তরাষ্ট্রের বাজারে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের পোশাক রফতানি। চলতি বছরের জানুয়ারিতে বিগত দুই বছরের প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৭১৫ কোটি ডলার রফতানি করেছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালের এই রফতানি ছিল ৩৭ শতাংশ বেশি। চলতি বছরের জানুয়ারিতেই সেই প্রবৃদ্ধিকেও টপকে গেছে বাংলাদেশ। শুধুমাত্র জানুয়ারি মাসেই ৭৫ কোটি ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৮৪০ টাকা।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭৫৪ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। যা গত বছরের জানুয়ারির তুলনায় ৩৭ শতাংশ বেশি।

এ ব্যাপারে উদ্যোক্তারা জানান, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাকের চাহিদা কমে আসায়, সেই বাজার দখল করেছে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়ার মতো দেশগুলো।

অটেক্সার তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ রপ্তানিকারক চীন আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ১৯১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে চীন, যা গত বছরের জানুয়ারির ১২৯ কোটি ডলারের চেয়ে ৪৭ শতাংশের বেশি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন