কুড়িগ্রামের উলিপুরে বাদাম চাষে চাঙ্গা চরাঞ্চলের অর্থনীতি। চাষিরা চরের বালুতে বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার পানিয়ালের ঘাট, জুয়ানসতরা, টিটমার চর, সাতালস্কার এলাকায় বাদামের চাষ বেশি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, অধিক লাভের আশায় তিস্তার চরে বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চরে প্রায় ৩শ’ থেকে ৪শ’ একর জমিতে বাদামের চাষ হয়েছে।
টিটমার চরের চাষি শহিদুল ইসলাম বলেন, অধিক লাভের আশায় প্রায় দুই একর জমিতে বাদামের চাষ করেছি। এবার বাদামের বীজ চড়া দামে মণ প্রতি ৫শ’ থেকে ৬শ’ টাকায় কিনতে হয়েছে। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারো বাদামের অধিক ফলনে অনেক টাকা উপার্জন করতে পারবো।
চাষি রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, তৈয়ব আলী, সোলাইমান, আজাহার আলী, আবুল হোসেন, আ. হক, রাজু মিয়া, আ. লতিফ, ফজলুল হকসহ আরও অনেকে বলেন, অনেক টাকা ব্যয়ে বাদামের বীজ কিনে জমিতে বপন করেছি। যদি সরকার আমাদের বীজ ও সার দিয়ে সাহায্য করে তাহলে আরও বেশি লাভবান হতাম।
উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, উপজেলার চর এলাকায় আদর্শ বাদাম চাষিদের নিয়ে প্রণোদনা হিসাবে বিনামূল্যে বাদামের বীজ ও সার দিয়েছি। বাদামের বিভিন্ন ধরনের রোগ বালাই ও তার প্রতিকার সম্পর্কে জানাচ্ছি। আশা করি এবার অধিক ফলন হবে এবং চাষিরা অনেক লাভবান হবে।