ঢাকা | শনিবার
১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় সব এসডিজি বাস্তবায়ন পিছিয়ে যাবে

কোভিড-১৯ অতিমারি শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশ বেশ কিছু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন থেকে দূরে ছিল। অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্য সংকটের কারণে লক্ষ্যগুলোর দিকে অগ্রগতি বজায় রাখা এবং দ্রুততম করার চ্যালেঞ্জগুলো আরও তীব্র হয়েছে। যেহেতু অতিমারির প্রভাব পূর্ব-বিদ্যমান বৈষম্যের উপর বাড়তি চাপ সৃষ্টি করে, সেহেতু এসডিজি-র প্রভাবগুলো প্রান্তিক জনগোষ্ঠীর উপর প্রবাহিত হয়েছে, তাদের ক্ষতির সম্মুখীন করেছে এবং “কাউকে পেছনে রাখা যাবে না” এজেন্ডার মূল নীতিকে ঝুঁকিপূর্ণ করেছে।

এই পরিপ্রেক্ষিতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ, বৃহস্পতিবার ব্র্যাক সেন্টার ইন-এ “বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে অতিমারি কী প্রভাব ফেলবে” শীর্ষক একটি অবহিতকরণ ও পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে। নাগরিক প্ল্যাটফর্মের একটি গবেষণায় উঠে আসা বিষয় এবং আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য বাস্তবসমস্ত নীতি প্রস্তাব কী হতে পারে সেসব নিয়ে এ অনুষ্ঠানে আলোকপাত করা হয়।

মূলপ্রতিবেদন উপস্থাপনা করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আহ্বায়ক, নাগরিক প্ল্যাটফর্ম এবং সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে এসডিজি বাস্তবায়নে অতিমারির অভিঘাত নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে, যার বিষয়বস্তু এই প্রতিবেদনে আলোকপাত করা হয়।

এই গবেষণায় এসডিজির চারটি স্তম্ভ, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ ও সুশাসন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয় এবং এর ফল তাদের ঐকমতের প্রতিফলন। অর্থনীতি এবং সামাজিক স্তম্ভে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। এদুটি পুনরুজ্জীবিত না করতে পারলে অতিমারির আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না। প্রভাবগুলো প্রতিষ্ঠিত করার জন্য সরকারের কোন তথ্য উপাত্ত নেই। কাজেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণার তথ্য একত্রিত করে এই ফলাফল উপস্থাপন করা হয়েছে।

এর থেকে বেরিয়ে আসার করনীয়, ব্যয় নিয়ন্ত্রণ এবং আয়ের সুযোগ বাড়ানোর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় অবিলম্বে মনোযোগ দিতে হবে। সরকারের উচিত অবিলম্বে শুল্ক এবং কর কমিয়ে দেওয়া যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও সাশ্রয়ী হয় এবং “ন্যায্য মূল্যে” মৌলিক পণ্যগুলো সরবরাহ করা যায়।

ডা. মালেকা বানু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ নারী বিষয়ে বলেন, অতিমারিতে জেন্ডার বৈষম্য অনেক বেড়েছে, এবং সুশাসনের অভাব এই সমস্যাটিকে আরও বৃদ্ধি করেছে। দারিদ্র্য অনেকদিক থেকে নারীদের প্রভাবিত করে, বিশেষ করে যারা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, তাই আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা জন্য আরও বেশি অর্থ বরাদ্দ নিশ্চিত করা উচিত।

সামাজিক নিরাপত্তা বিষয়ে অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম এবং সম্মাননীয় ফেলো, সিপিডি, নগর এলাকায় সামাজিক নিরাপত্তা আরও প্রসারিত করার দাবী জানান। সেই প্রেক্ষিতে, তথ্য উপাত্তের ঘাটতি সরকারকে সুবিধাবঞ্ছিত মানুষের কাছে পৌঁছাতে বাঁধা দিচ্ছে।

অ্যাডভোকেট সাইদা রিজওয়ানা হাসান, নির্বাহী প্রধান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), জলবায়ু বিষয়ে বলেন, সাম্প্রতিক বছরে পরিবেশ ও জলবায়ুর জন্য বাজেটে বরাদ্দ অনেকখানি কমেছে। স্বাভাবিকভাবে, অতিমারি চলাকালীন অবস্থায় সরকারের জন্য পরিবেশগত সমস্যাগুলিকে গুরুত্বপূর্ণ ছিল না, কারন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ এই ব্যয় বহন করতে পারবে না। একইসাথে হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটারএইড বাংলাদেশ, নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে বলেন কোভিড-১৯ মোকাবিলায় ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন (ওয়াশ) অনেক গুরুত্বপূর্ণ ছিল। দুর্ভাগ্যবশত, ওয়াশের জন্য বাজেট বরাদ্দ প্রত্যাখ্যান করা হয়েছে।

বাংলাদেশে, ওয়াশ-এর বাজেট অত্যন্ত নগর কেন্দ্রিক। গ্রামীণ এলাকাগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া জরুরি। এর পাশাপাশি, বাজেট কোডের অভাবে ওয়াশ-এর জন্য বাজেট ট্র্যাকিং সম্ভব হয় না।

জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ, অপ্রাতিষ্ঠানিক খাত নিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্য নিয়ে নীতি নির্ধারকেরা পর্যাপ্তভাবে সম্বোধন করে না। তিনি এসডিজির প্রভাবের একটি মধ্যমেয়াদী পর্যালোচনা পরিচালনা করার জন্যও গুরুত্ব দিয়েছেন, কারণ আমরা ২০৩০ সালের মধ্য পর্যায় অতিক্রম করছি।

কোভিড মোকাবিলায় মাতৃ এবং শিশু যত্নে স্বাস্থ্য খাত প্রচুর বাধার সম্মুখীন হয়েছিল। তিনি আরও বলেন যে অতিমারি চলাকালীন স্কুলে অনুপস্থিত থাকা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছে, তাই এর জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন।

রিফাত বিন সাত্তার, পরিচালক – প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ, শিশু বিষয়ে বলেন অতিমারি সকলকে প্রভাবিত করে, তবে যাদের আরও ভাল সহনশীলতা রয়েছে, তারা আরও ভালভাবে এই অতিমারি মোকাবিলা করতে সক্ষম হয়েছিল। রিফাতের সাথে একমত প্রকাশ করে ড. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, গণসাক্ষরতা অভিযান, শিক্ষা বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন অতিমারি চলাকালীন সবচেয়ে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুরা অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। যেসব শিশু স্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, তাদের আগামী বাজেটে আরও বেশি আর্থিক প্রণোদনা দিতে হবে।

রাজু বাশফোর, সাধারন সম্পাদক, হরিজন ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও জেলা, দলিত অধিকার নিয়ে বলেন, হরিজন এবং দলিত কোটা থাকা সত্ত্বেও চাকরি পায় না, তাদের জন্য আলাদা ভাতা অসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এছাড়াও তিনি বলেন, অতিমারি চলাকালীন অনেক শিশু স্কুল থেকে ঝরে পড়ে এবং বাল্য বিবাহের হারও বৃদ্ধি পায়। শিশুদের স্কুলে ফিরিয়ে আনার জন্য এক বেলা খাদ্য প্রদান করা যেতে পারে। খন্দকার জহুরুল আলম, নির্বাহী পরিচালক, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজেবিলিটি (সিএসআইডি), প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে বিশেষভাবে বলেন, শিক্ষা, স্বাস্থ্য অ কর্মসংস্থান, এই তিন খাতে প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক বেশী প্রভাবিত হয়েছে। তিনি জানান, অতিমারিতে ৪০,০০০ এর ও বেশি প্রতিবন্ধী শিশু স্কুলে আসা বন্ধ করে দেয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন