বাংলাদেশে আসার জন্য ভিসা চেয়ে আবারও ব্যর্থ হলেন সাবেক কানাডিয়ান পর্ন তারকা ও বর্তমানে বলিউডের আইটেম গার্ল সানি লিওন। এবারও ভিসা দেওয়া হয়নি তাকে। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ নামে একটি সিনেমার কাজের জন্য বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনসহ মোট ১১ জন ভারতীয় শিল্পীর। তবে সেখানে ১০ জনকে ভিসা দিলেও সানি লিওনের ভিসা মেলেনি।
ওই বিবৃতিতে সানি লিওনের আসল নাম করণজিৎ কৌর ওয়েভার। যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। কথা ছিল ১১ জন শিল্পী বাংলাদেশে এসে নির্দিষ্ট শর্ত মেনে শুটিং করতে পারবেন। তবে সানি ছাড়া বাকি ১০ জনকে ভিসা দেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালে সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। তবে সে সময় সাবেক পর্ন তারকার আসার খবরে ফুঁসে ওঠে কয়েকটি ইসলামিক সংগঠন। তারা সানির বাংলাদেশ সফর রুখতে রাস্তায় নামেন।
অবশেষে ইসলামিক সংগঠনগুলোর দাবির মুখে সানি লিওনের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছিল। এবারও একবার বলিউড অভিনেত্রীর ভিসা বাতিল হয়ে গেল। কিন্তু এবার কেন বাতিল হলো, তা জানা যায়নি।
আনন্দবাজার/টি এস পি