ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছত্রাকনাশকে শত একরের আলু নাশ

ছত্রাকনাশকে শত একরের আলু নাশ

রংপুর মহানগরীর ভুরারঘাট এলাকায় ৮০ জন কৃষকের ১০০ একর জমির আলুর গাছ পুড়ে গেছে। কৃষকদের ভাষ্য, আলুগাছ পুড়ে যাওয়ায় তারা প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিপূরণ চেয়ে চাষিরা কৃষিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট ৯ জনের কাছে লিখিত আবেদন করেছেন।

চাষিদের অভিযোগ, গেটকো ক্রপ হেলথ কোম্পানির ‘জি-সাইন ৫০ ডব্লিউপি’ নামের ছত্রাকনাশক ওষুধ ব্যবহারের পর আলুর ক্ষেত পুড়ে গেছে।

সিলিমপুরের আলু চাষি আকমল হোসেন বলেন, আমরা ৭০-৮০ জন চাষি আলুগাছের পচনরোধে ভুরারঘাট বাজারের ওসমান আলীর মায়ের দোয়া সার ঘর থেকে গেটকো ক্রপ হেলথ কোম্পানির ‘জি-সাইন ৫০ ডব্লিউপি’ কিনে জমিতে দিই। কিছুদিন পর গাছ পুড়ে যাওয়া শুরু করে। আস্তে আস্তে সব গাছ পুড়ে যায়। ওই দোকানে যোগাযোগ করলে দোকান বন্ধ করে পালিয়ে যান ওসমান। এ অবস্থায় ধারদেনা করে আলু চাষ করা চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তারা এখন কি করবেন ভেবে  কুল কিনারা পাচ্ছেন না।

দুর্গাপুর ও সিলিমপুর এলাকায় গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ জমির বেড়ে ওঠা আলুগাছ পুড়ে নষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সব গাছ মরে গেছে। ধীরে ধীরে অন্য জমির আলুতেও এ অবস্থা দেখা দিয়েছে। পুঁজি হারিয়ে কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।

সিলিমপুরের আলু চাষি আকমল হোসেন বলেন, আমরা ৭০-৮০ জন চাষি আলু গাছের পচনরোধে ভুরারঘাট বাজারের ওসমান আলীর মায়ের দোয়া সার ঘর থেকে গেটকো ক্রপ হেলথ কোম্পানির ‘জি-সাইন ৫০ ডব্লিউপি’ কিনে জমিতে দিই। কিছুদিন পর গাছ পুড়ে যাওয়া শুরু করে। আস্তে আস্তে সব গাছ পুড়ি যায়। ওই দোকানে যোগাযোগ শুরু করলে দোকান বন্ধ করে পালায়ে যান ওসমান। শুরুতেই এর সমাধান করিল হয়, তাইলে এতটা ক্ষতি হইত না।

নগরীর দুর্গাপুর এলাকার আলু চাষি শাখাওয়াত হোসেন মুক্তা বলেন, আমার ২০ একর জমিতে আলুগাছগুলো কেবল লকলক করে উঠছিল। বয়স ৪৫-৫০ দিন হয়েছে। দুবার ওই ওষুধ দেয়ার পর চোখের সামনে মরে গেল। গাছের বয়স ৯০ দিন না হলে আলু তোলা যায় না। সেই হিসাবে সবই শ্যাষ, সোগটাই লস। আমি শিক্ষক মানুষ, না হলে হাসপাতালে ভর্তি হওয়া লাগত।

তিনি বলেন, মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো আবেদনে বলা হয়েছে, গেটকো ক্রপ হেলথ কোম্পানির ওষুধ ব্যবহারে মহানগরীর ভুরারঘাট এলাকায় ৮০ কৃষকের ১০০ একর জমির আলুগাছ পুড়ে গেছে। এতে আমরা প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছি। চিঠিতে আমরা ক্ষতিপূরণ চেয়েছি। তাদের কাছে  আবেদন পাঠানো হয়েছে।

গেটকো ক্রপ হেলথ কোম্পানির রংপুর অঞ্চলের ম্যানেজার হাশেম আলী বলেন, ‘আমাদের ওষুধের কারণে এমনটা হয়েছে তা এখনই বলব না। আমরা নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষার ফল এক সপ্তাহের মধ্যে হাতে পাব। রিপোর্ট পেলে এ বিষয়ে বলতে পারব।

রংপুর মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা আমিনা খাতুন বলেন, ‘কৃষকরা আমাদের সঙ্গে কথা বলে ওই ওষুধ ব্যবহার করেননি। অভিযোগ থানায়সহ বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে। আমরা মাটি সংগ্রহ করেছি, সেগুলো পরীক্ষার জন্য পাঠাব। ফল পেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।’

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল এ বিষয়ে আনন্দবাজার কে বলেন, ক্ষেতে আলুর গাছ, এমনকি ঘাস পর্যন্ত নেই। সব পুড়ে গেছে। কৃষকরা আমাদের অনেক পরে জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, ক্ষতিকর কিছু একটা ব্যবহার করা হয়েছে। কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাটি, আলু ও ব্যবহার করা কীটনাশকের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন