চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ এর আসর আগামী ২৩ মার্চ বসতে যাচ্ছে । রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।
বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) সাইফুল ইসলাম।
তিনি জানান, ২৩ মার্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী হয়তো ভার্চুয়ালি যুক্ত থাকবেন। তার সরাসরি আয়োজনে উপস্থিত থাকা বা না থাকার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে ২৩ মার্চ প্রদান করা হবে এটা নিশ্চিত।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৭ টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল।
আনন্দবাজার/টি এস পি