ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ায় ব্যবসা বন্ধ করেছে নেটফ্লিক্স-টিকটক

ইউক্রেনে হামলা চালানোর দুই সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। এখনও বহুজাতিক কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। স্থানীয় সময় রবিবার পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এছাড়া চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকও রাশিয়ায় লাইভ স্ট্রিমিং এবং নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে।

নেটফ্লিক্সের মুখপাত্র জানান, পরিস্থিতি বিবেচনায় তারা রাশিয়ায় তাদের সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ায় আমেরিকান এক্সপ্রেসও কার্যক্রম স্থগিত করেছে। জানা গেছে, বেলারুশের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে রাশিয়ায় কাজ করবে না আমেরিকান এক্সপ্রেসের কার্ড। এর আগে রাশিয়ায় ভিসা এবং মাস্টারকার্ড তাদের সার্ভিস বন্ধ করে দেয়।

এছাড়া আরও বড় দুটি কোম্পানি লেনদেন স্থগিত করেছে রাশিয়ার সাথে। সেগুলো হলো, প্রাইজওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) এবং কেপিএমজি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন