আমদানিকৃত বিদেশি পণ্যের সাথে তাল মিলিয়ে দেশীয় শিল্পপণ্য বাজারে যেন টিকে থাকতে পারে তাই শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জনিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো পণ্য তৈরি হলে, সেই পণ্যের আমদানি কামিয়ে দেশীয় পণ্য ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল গাজীপুরের শ্রীপুরে স্টিলমার্ক বিল্ডিংস লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ক্রেতাদের সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ক্রেতারা সন্তুষ্ট হলে বিদেশ থেকে স্টিল অবকাঠামো নির্মাণ পণ্য আমদানির পরিমাণ কমে আসবে। তিনি বলেন, সরকারের উদ্যোগে বৃহৎ অবকাঠামোসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণে দেশীয় পণ্য ব্যবহারকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
সভায় বলা হয়, স্টিল বিল্ডিং শিল্প বাংলাদেশে নতুন হলেও এর সম্ভাবনার বেশ ভাল। ২০ বছর পূর্বেও এ শিল্প আমদানি নির্ভর ছিল। বর্তমানের স্থানীয় চাহিদার ৮০ শতাংশ ছোট-বড় ২০০-এর অধিক দেশীয় স্টিল বিল্ডিং ফ্যাক্টরিগুলো পূরণ করছে।
এর আগে শিল্প প্রতিমন্ত্রী স্টিলমার্ক বিল্ডিংস লিমিটেডের ফ্যাক্টরির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ফ্যাক্টরির অত্যাধুনিক শিয়ার কাটিং মেশিন, সাবমার্সিবল আর্ক ওয়েল্ডিং মেশিন, এসেম্বলিং মেশিন, সিএনসি মেশিনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
আনন্দবাজার/ফাহির