ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে বহিষ্কৃত হলেন পুতিন

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট ও দূতের পদ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহিষ্কার করা হয়েছে। ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে বহিষ্কৃত হতে হয়েছে পুতিনকে।

২০০৮ সাল থেকে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট ও দূতের দায়িত্ব পালন করে আসছেন পুতিন।

পুতিন সবধরনের খেলা পছন্দ করেন। কিন্তু তার সবচেয়ে বেশি প্রিয় জুডো খেলা। শৈশবে নিজের শহর সেন্ট পিটার্সবাগে জুডো খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বর্তমান রুশ প্রেসিডেন্ট। এছাড়া জুডো খেলায় ব্ল্যাক বেল্টধারী পুতিন।

সরকারপ্রধান হওয়ার পরেও জুডো খেলায় তার কোনো ছেদ পড়েনি। নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ২০০৮ সালে ‘পুতিনের সঙ্গে জুডো শেখা’ শিরোনামে একটি ভিডিও তৈরি করা হয়েছিল। খেলাধুলা বিষয়ে একটি বইও আছে তার। আগামী প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে দেশটির লাখো শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করা হয়।

সংগঠনটির প্রেসিডেন্ট মারিওস পুতিনকে জুডো ফেডারেশন থেকে বহিষ্কারের কথা জানিয়ে অচিরেই ইউক্রেনে চলমান সংকট নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন