ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নখের হলদে দাগ দূর করবেন যেভাবে

নখের অনুজ্জ্বল ভাব বা হলদে দাগ হাতের সৌন্দর্য নষ্ট করে। অনেকেই এই দাগ দূর করার সহজ কৌশল হিসেবে উজ্জ্বল রঙের নেইল পলিশ লাগিয়ে থাকেন। কিন্তু এই সমস্যাগুলো চাপা দিয়ে রাখার চেয়ে সমাধান করে ফেলাই ভালো। চলুন জেনে নিই নখের হলদেভাব দূর করে এর সঠিক যত্ন কীভাবে নেবেন-

প্রথমে যেকোনো ধরনের টুথ-পেস্ট নিয়ে প্রতিটি নখের উপরে বেশি করে পেস্ট লাগিয়ে এক মিনিট রেখে দিন। এরপর একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে আরও এক মিনিট নখ ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এবার হালকা গরম পানিতে লেবুর টুকরো দিয়ে দিন। এতে অন্তত ১ থেকে ২ মিনিট হাত ভিজিয়ে রাখুন। ফলে নখের হলুদ দাগ দূর হবে।

এবার যেকোনো ধরনের ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এভাবেই পেয়ে যাবেন ঝকঝকে পরিষ্কার নখ।

এবার স্বচ্ছ কালারের কোনো নেইলপলিশ দিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে দেখতে।

মাথায় রাখবেন, যতবার নখ হলদেটে হয়ে আসবে আগের নেইলপলিশ তুলে নতুন করে লাগিয়ে নিলেই অনেক দিন স্থায়ী হবে ঝকঝকে, উজ্জ্বল, এবং সুন্দর নখ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন