ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাটাই এখন দানব

ডাটা বা তথ্যই এখন দানব। বিশ্বে যে যত বেশি তথ্য-উপাত্ত পাচ্ছে সে তত বেশি উন্নত। দানবের যেমন ভালো-মন্দ দুটি ব্যবহার রয়েছে তেমনি ডাটারও দুটি ব্যবহার। আমরা এটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করতে পারি।

জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। রবিবার বেলা ১১টায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলো যেমন, চীন, জাপান, রাশিয়া নিজেদের ভাষাকে প্রধান্য দিয়ে সে ভাষায় বই-পুস্তক রচনা করে এগিয়ে গেছে। সেখানে আমরা হীনমন্যতায় ভূগছি। অথচ এরা জল-স্থল, আকাশপথ ঘুরে বেড়াচ্ছে। সে ক্ষেত্রে অহেতুক অন্যভাষায় না গিয়ে মাতৃভাষা তথা বাংলায় সবকিছু তথ্য-উপাত্ত, গবেষণা ও জরিপ পরিচালনা করতে হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সেন্সাস উইং এর পরিচালক মোহাম্মদ আবদুল কাদির মিয়া। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ তাজুল ইসলাম।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন