ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়: ইউক্রেনের প্রেসিডেন্ট

নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়: ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়ার হামলা থামাতে ইউক্রেনের পাশে দাঁড়াতে মিত্র দেশগুলোর প্রতি কয়েকবারই আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তবে তাদের পশ্চিমা মিত্রদের একটিকেও পাশে পাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আজ সকালে আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে। নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন তুলে ভলোদিমির বলেছেন, ‘গতকালের নিষেধাজ্ঞায় কি রাশিয়ার ওপর কোনো প্রভাব পড়েছে? আমরা আকাশে যে শব্দ শুনছি ও যা দেখছি তাতে মনে হচ্ছে নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া সেনাবাহিনী ও বেসামরিক দুই পক্ষকেই লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যদিও এর আগে রাশিয়া বলেছিল তারা বেসামরিক মানুষের ওপর হামলা চালাবে না। জেলেনস্কি আরও বলেন, ‘যত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে, রাশিয়ার ক্ষতি ততো কম হবে। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের দেশ রক্ষার চেষ্টা চালিয়ে যাব।’

বৃহস্পতিবার রাতে জেলেনস্কি বলেন, এখন রাশিয়ার এক নম্বর লক্ষ্য হলো কিয়েভে হামলা করা। তবে কিয়েভ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই।

সংবাদটি শেয়ার করুন