ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তরুণ লেখকরা পাচ্ছেন সাড়া

ক্রমেই বাড়ছে অমর একুশে বইমেলার জনপ্রিয়তা। মেলায় বইপ্রেমীরা আসছেন নিয়মিত। মেলায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই।

অমর একুশে বইমেলা 

ক্রমেই বাড়ছে অমর একুশে বইমেলার জনপ্রিয়তা। মেলায় বইপ্রেমীরা আসছেন নিয়মিত। মেলায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। ভাষা আন্দোলনের ঐতিহ্য ধারণকারী অমর একুশে বইমেলায় নিজের বই প্রাকশিত হওয়ায় খুশি তরুণ লেখকেরা। 

বাংলা একাডেমি আয়োজিত এবারের মেলায় গতকাল পর্যন্ত ১০ দিনে মোট ৯৯৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। যার অধিকাংশই তরুণ লেখকদের। বইগুলোর মধ্যে রয়েছে গল্প, কবিতা, নাটক, উপন্যাস ও প্রবন্ধ। প্রকাশিত নতুন বইয়ের গল্পে লেখকের ঠোঁটে আনন্দের হাসিই বলে দেয় পাঠক সমাজে কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে বই। নতুন বই প্রকাশ নিয়ে অভিব্যক্তি জানিয়েছেন কয়েকজন তরুণ লেখক। প্রত্যেকেই জানিয়েছেন পাঠকসমাজে ব্যাপক সাড়া পাওয়ার কথা।

এবারের মেলায় উপন্যাস হিসেবে প্রথম এবং বই হিসেবে পঞ্চম বই ‘দ্য ব্ল্যাক মুন ‘ মেলায় এসেছে তরুণ লেখিকা ফারহানা নিমগ্ন দুপুরের। তরুণ এ লেখিকার উপন্যাসটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী। যা মেলার শিখা প্রকাশনীর ৪০৫-৪০৮ নম্বর দোকানে পাওয়া যাবে। 

উপন্যাসটির গ্রহণযোগ্যতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। যারা স্টলে আসছেন, বইটা হাতে নিচ্ছেন। তাঁরা বইটা রেখে যাচ্ছেন না, তাঁরা বইটা কিনে নিয়েই যাচ্ছেন।

উপন্যাসের মূল বিষয়ে তিনি বলেন, আমার এ উপন্যাসটা হচ্ছে অতিপ্রাকৃত রহস্য নিয়ে। বইপড়ার মাধ্যমে বিনোদন পাওয়া যায়। এখানে আমি সুস্থ্য বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আমাদের কর্মব্যস্ত জীবেন আমরা অনেক বেশি হাঁপিয়ে উঠি। আমার ‘দ্য ব্ল্যাক মুন ‘এমন একটা ঘোল যেখান ঢুকলে পাঠক তাঁর বর্তমান বাস্তবতা সবকিছু ভুলে যাবে, কল্পনার জগৎ থেকে ঘুরে আসতে পারবে এবং বইটা শেষ করার পর প্রশান্তি পাবে। 

পাঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখকদের কাছে সবচেয়ে বড় পাওয়া হল পাঠকের মতামত। পাঠকের মতামতের উপর ভিত্তি করে লেখক তার লেখার জগতে বিচরণ করে। বর্তমান বাজারে অনেক কিছুই ভাইরাল হয়ে থাকে। আর আমরা সবসময় ভাইরালের পিছনে ছুটি। আমি বলবো ভাইরাল জিনিসের পিছনে না ছুটে ভালো জিনিসের পিছনে ছুটুন, ভালো বই সংগ্রহ করুণ, বই পড়ুন। বই পড়ে মান বিচার করে আপনার মতামত দিন। পাঠকের ব্যাপক সাড়া পাওয়ায় এ উপন্যাসটি পরবর্তীতে সিরিজ আকারে প্রকাশের কথা জানান তিনি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তানি তামান্না। এবারের বইমেলায় তরুণ এ লেখিকার প্রথম ও একমাত্র কবিতার বই ‘নিভু তারাদল’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। এ বইটিরও মিলেছে পাঠকের সাড়া। তামান্না জানান, আসলে আমাদের দেশে বলা হয়ে থাকে যে কবিতার পাঠক নেই। সর্বশ্রেণির মানুষ কবিতা বুঝে না, কবিতার প্রতি মানুষের আগ্রহ কম। সুতরাং এ নিয়ে বই প্রকাশের আগে আমার প্রত্যাশা অনেক কম ছিল। এখন আমি আমার প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পেরেছি। এ কারণে আনন্দটা অনেক বেশি হচ্ছে। 

‘একমুঠো সুখ’ কাব্যগ্রন্থের মধ্য দিয়ে অমর একুশে বইমেলায় লেখক হিসেবে প্রথম অংশগ্রহণ তরুণ লেখক সুমন ভৌমিকের। যা নিয়ে অনেক আনন্দিত তরুণ এ লেখক। আগমী মেলায় দ্বিতীয় কাব্যগ্রন্থ নিয়ে আসার কথা জানিয়ে তিনি বলেন, গত দুই বছর পরিশ্রম করে এ বইটা (একমুঠো সুখ) লিখেছি। বন্ধু-বান্ধব, পাঠক মহল থেকে যেভাবে সাড়া পাচ্ছি মনে হয় আমার পরিশ্রম সার্থক।

সংবাদটি শেয়ার করুন