ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগল ম্যাপ থেকে আয় করার উপায়

গুগল ম্যাপ সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম জনপ্রিয় অ্যাপ। যা জীবনকে সহজ থেকে সহজতর করেছে। বিশ্বের যেকোনো প্রান্তেই যান না কেন গুগল ম্যাপের কল্যাণে রাস্তা চিনতে অসুবিধা হবে না। সাথে একটি স্মার্টফোন থাকলেই হলো। গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন।

অবস্থান, দূরত্ব এবং সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ। কিন্তু শুধু ঠিকানা খোঁজার জন্য নয় এবার গুগল ম্যাপে আয়ও করতে পারবেন।

সেজন্য প্রথমে আপনাকে গুগলে তালিকাভুক্ত ব্যবসাগুলো খুঁজে বের করতে হবে। যেগুলো এখন পর্যন্ত যাচাই করা হয়নি। তারপর আপনাকে এই ব্যবসার মালিকদের একটি ই-মেইল পাঠাতে হবে। যাতে করে তারা যাচাইকরণ সম্পন্ন করে তালিকাভুক্ত হতে পারে। কারণ গুগলের নীতি অনুসারে, যদি কোনো ব্যবসা যাচাই করা না হয় তাহলে কয়েকদিনের মধ্যে এটি তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে।

সেক্ষেত্রে কোনো ব্যবসায়ী অথবা মালিকপক্ষকে যাচাইকরণে সহায়তা করলে বিনিময়ে আপনাকে কিছু পরিমাণ টাকা দেবে তারা। এই পদ্ধতিটি গুগল ম্যাপ থেকে আয় করার খুবই সহজ এবং কার্যকর উপায়। জানা যায়, অনেকেই এই পদ্ধতিতে ২০ থেকে ৫০ ডলার পর্যন্ত আয় করছেন।

এছাড়াও গুগল ম্যাপে কন্ট্রিবিউশন করতে পারেন। কন্ট্রিবিউশন করে নির্দিষ্ট লেভেল পার করলেই বিভিন্ন গুডিস পাঠাবে সংস্থাটি। কিন্তু সেক্ষেত্রে কোনো টাকা পাবেন না গ্রাহক। কিন্তু কন্ট্রিবিউটারদের একটি করে স্টার মার্ক দেওয়া হয়।

নতুন কোনো জায়গা সংযোজন, নতুন ছবি সংযুক্তিকরণ এবং রিভিউ, প্রশ্ন-উত্তরসহ বিভিন্ন কন্ট্রিবিউশনের জন্য পয়েন্ট দিতে থাকবে গুগল। এভাবে নির্দিষ্ট গণ্ডি পার করলেই স্টার যুক্ত হবে কন্ট্রিবিউটারদের প্রোফাইলে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন