লালফিতার দৌরাত্ম্যে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, লালফিতার দৌরাত্ম্য বড় বেশি। আমি নিজেও কিছুটা কাবু হয়ে গেছি। আমি নিজেও খুব হ্যাপি না। কারণ সারাটা জীবন কাজ করে বেরিয়েছি। সরকারের এই চেয়ারে (মন্ত্রিত্ব) বসে মনে হয় এটা কবে বদলাবে? তবে চেষ্টা করা হচ্ছে, আমরা চেষ্টা করছি।
গতকাল শনিবার দুপুরে আরডিআরএস’র বেগম রোকেয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক রংপুর সংলাপ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সিপিডি, সুজন ও ইউএনডিইএফ।
কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় রংপুর অঞ্চল পিছিয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রংপুর অঞ্চলে ভারী শিল্প কলকারখানা নেই। বড় বড় কোম্পানিগুলো এখানে আসতে চায় না। কারণ উৎপাদন খরচ বেশি পড়বে। এর পেছনে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন খরচ, গ্যাস সংযোগ না থাকাসহ বিভিন্ন কারণ রয়েছে। তবে এ অঞ্চলের শ্রমিকরা অনেক পরিশ্রমী ও সুশৃঙ্খল। জাতীয় পর্যায়েও এর সুনাম রয়েছে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম দ্বিগুণ বেড়েছে। প্রতিটন ছয়শ ডলারের তেল এখন ১৩শ ডলারে বিক্রি হচ্ছে। ফলে তাদের কিছুই করার নেই। কারণ শতকরা ৯০ ভাগ ভোজ্য তেল আমদানি করতে হয় বিদেশ থেকে। মাত্র ১০ ভাগ আসে দেশীয়ভাবে। মন্ত্রী বলেন, রংপুর অঞ্চলে কর্মসংস্থানের অভাব রয়েছে। সংলাপে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্টজনরা রংপুর অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার বলে অভিযোগ করলে মন্ত্রী বলেন, আমরা এসব সমাধান করার চেষ্টা করছি। পঞ্চগড়ে দেশের মোট চায়ের চায়ের ১৬ ভাগ চা উৎপাদন হবার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন প্রতিবছর ১৪ লাখ টন চা উৎপাদিত হচ্ছে।
অচিরেই সেখানে চায়ের অকশন করার যাবতীয় কার্যক্রম শুরু করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়, লালমনিরহাটে এ্যরোনটিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করার কার্যক্রম শুরু হয়েছে। এসব হলে অনেকের কর্মসংস্থান হবে। তিস্তা নদীতে বাঁধ দিয়ে নদী ভাঙন স্থায়ী ভাবে রোধ করার জন্য চীন আগ্রহ দেখিয়েছে। কিছু সমস্যা আছে তা কাটিয়ে উঠতে তিস্তা নদীর দু’পাড় আর্শিবাদ হয়ে দেখা দেবে বলে আশা প্রকাশ করেন।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রংপুরের জনগণ আন্দোলন করেছে। আমি অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করেছি। তবে এর আগের উপাচার্যের বিষয়ে অনেক কথা শুনেছি। সেখানে কেন উন্নয়ন কার্যক্রম থমকে আছে সেটা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধান করা হবে।
আরডিআরএস বাংলাদেশের হেড অফ ডেভলাপম্যান্ট আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সংলাপে বক্তব্য দেন নারী নেত্রী মুশফিকা রাজ্জাক, সনাক সভাপতি সদরুল আলম দুলু, সুজন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিশিষ্টজনরা।
আনন্দবাজার/শহক