ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রজন্ম থেকে প্রজন্ম পিঠাতেই জীবন পার

সালমা আক্তার। বয়স ২৩ বছর। ইট পাথরের রাজধানী ঢাকায় বসবাস। এসেছেন সাত বছর বয়সে। জীবন যুদ্ধের এক পর্যায়ে এসে ব্যবসা শুরু করেন। আহামরি কোন ব্যবসা নয়। টিকে থাকার লড়াইয়ে একটা পিঠার দোকান। রাস্তার পাশে ছোট্ট একটা স্বপ্ন।

খিলগাঁওয়ের আমতলিতে দোকানের কাছেই পেতেছেন সংসার। স্বামী কাজ করেন স্থানীয় একটি ডেকোরটর দোকানে। ঘর আলোকিত করে এসেছে পুত্র সন্তান। শখ করে নাম রেখেছেন ইমন।

সংসার চলছে স্বামী-স্ত্রী দুজনের আয়ে। দোকান চালাতে গিয়ে কখনও কখনও পুলিশি ঝামেলা পোহাতে হয়। তবে জীবন মানেই যে যুদ্ধ সেটা সালমার চাইতে আর কে ভালো জানবে! তাই নানান বাধা পেরিয়ে এগিয়ে যেতে হচ্ছে সালমার। দিনে আয় করেন ৫০০/৬০০ টাকা। সাত বছর বয়সে ঢাকায় আসা সেই সালমা আক্তারের ছেলের বয়সও এখন সাত। নিজেই সন্তান ইমনের মুখের দিকে তাকিয়ে অতীতের সেই কথাই কী মনে করে সে!

আনন্দবাজার/ মো. ফারুক ঢালী

সংবাদটি শেয়ার করুন