রানা হামিদ
চলো একটা উৎসব করি…
যেখানে অতিথি হিসেবে থাকবে কেবল মৃতরা
হরেক রকম লাশ জড়ো হবে সেই মহোৎসবে
থাকবে সেখানে এইমাত্র আধখানা চকোলেট আর একখানা মালাইয়ের আবদার পুরা না হওয়া এই সেদিনের সেই ছয় পেরোনো বালক।
উৎসবের ছোট্ট এক কোণে জড়োসড়ো হয়ে হাজির হবে তের-চৌদ্দের বালাই।
গত বছরের আধা পুরোনো প্যান্ট উরুতে আটকে গিয়ে যার গতিকে করেছে শ্লথ।
শারীরিক অবয়বের সাথে মানসিক উৎকর্ষ বিঘ্নিত হওয়া কিশোর।
সেই মহোৎসবে মহাসমারোহে মধ্যমনি হয়ে থাকবে প্রেম, প্রতিষ্ঠা, আত্মসম্মানহীন নিরবচ্ছিন্ন নোনাজলে স্নান করা এক উদ্যমে যৌবন…
এই উৎসবে মিছিলের কলেবর হবে দীর্ঘ
লাশের পরে লাশ!
তারপর লাশ!
কালো, সাদা আর বাদামি
কিন্তু সবার ভেতরটাই অপরাজিতার সৌন্দর্যহারি অকৃত্রিম রঙে বর্নিল…
উত্তাল সমুদ্রের তীর ভাঙা গর্জনের ন্যায় হবে কলরব।
স্লোগান থাকবে আমি বাঁচতে চাই!
খুব অল্প কিছু নিয়ে!
আমাকে, আমাদেরকে বাঁচতে দিন!