শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একটা কিছু হোক

প্রিয়তমেষু বীথি,
আজ চাঁদটা বড্ড ম্যাড়মেড়ে, উদাসী কিন্তু অসহায়!
আজ স্বপ্নগুলো ফুরসত পায়না ছুঁতে পারার! রান্নাঘরের চামচের টুংটাং শব্দে স্বপ্নের শব্দ ম্লান হয়, হয়ে যায়!
তুমি, আমি, আর ও বাড়ির ভাবিটা!
চিকেন বান, কারটা?
মজা হলো বলো তো?
কনভেনশন ওভেন নাকি ইলেকট্রিক?

হুম, এভাবেই ঝুলিতে থাকা বাক্সবন্দি মাস্টার্সের সার্টিফিকেট অনাদরে ক্লান্ত হয়!
গুবড়ে পোকারাও লজ্জিত হয় কেটে খেতে! তাই আধো আধো খেয়েও পুরোটা খেতে যেন ওদের ঢের বিপত্তি!
এলঝ্যাইমার্সের কবলে তোমার রসায়ন, ইকনোমিকস আর মার্কেটিং গিলে খেয়ে এখন তুমি দুই একে দুই এর নামতা তেই অভ্যস্ত!
তোমার ঝুলি শূণ্য ভাবছো?

বোকা তুমি! সব ছেড়ে যে রান্নার সমীকরণ সমাধান করার যুদ্ধে নামে, তুমি ভাবছো সে শূন্য! কপর্দকহীন শূণ্য? ওভাবে ভেবোনা বুজলে!
কিছুতো পেলে! না পেলেও পেলে! পেলেও পেলে!
হিসেব মেলাও! না মিল্লেও মেলাও!
নারী, ঘরে বাইরে সমান তালে সবকিছুতেই সেরা,
নাও, এবার মিলিয়ে নাও!
কই, মিললো তো?

তবে বলো, তোমাকে ছাড়া সব অর্থহীন নয় কী?
তবে বলো, তুমি কি ফুরিয়ে গেছো?
তবে বলো, ধপ করে জ্বলে ওঠার শক্তি নেই কি তোমার?
তবে বলো, নারী সব কিছুতেই এগিয়ে যেতে পারে, চাইলেই পারে!
হোক তবে, পঁচিশে, না হয় পঞ্চাশে! হোক!
একটা কিছু হোক, শুরুটা তো হোক!

ভালোবাসা নিও
একান্তই তোমার, আমি

লেখক : হোসনেয়ারা বীথি

আরও পড়ুনঃ  উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংবাদটি শেয়ার করুন