মো. জামাল হোসেন
মা তুমি কেমন?
আমি মাটি।
মা তুমি কেমন?
আমি আলো।
মা তুমি কেমন?
আমি বাতাস।
মা তুমি কেমন?
আমি শক্তি।
মা তুমি কেমন?
আমি রক্ষা।
মা তুমি কেমন?
আমি স্নেহ।
মা তুমি কেমন?
আমি ভালোবাসা।
মা তুমি কেমন?
আমি শাসন।
মা তুমি কেমন?
আমি মহাসমুদ্র।
মা তুমি কেমন?
আমি বৃক্ষ।
মা তুমি কেমন?
আমি পাহাড়।
মা তুমি কেমন?
আমি আকাশ।
মা তুমি কেমন?
আমি দিগন্ত।
মা তুমি কেমন?
আমি গোধূলি।
মা তুমি কেমন?
আমি দোজখ।
মা তুমি কেমন?
আমি বেহেশত।
মা তুমি কেমন?
আমি দৃষ্টি।
মা তুমি কেমন?
আমি সৃষ্টি…
১৯৯৫ সাল, গাজীপুর




