ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশ বাঁচাবে অর্থনীতির লাইফলাইন কৃষি

কাওসার শাহীন

আসুন জাতীয় এই দুর্যোগের সময়ে আমরা আমাদের নিজস্ব শক্তি খুঁজে ফিরি। কি করে বাঁচানো যায় দেশের অর্থনীতির লাইফ লাইনকে? কি করে মানুষ বাঁচানো যায়।

সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। স্বাস্থ্য অধিদপ্তরের যে ঘোষণাটি দেশ জুড়ে এখন দেয়া হলো তা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। তা না হলে মার্চের প্রথম সপ্তাহে। তাহলে এতদিনে আমরা করোনা থেকে মুক্ত থাকতাম। সেই ঘোষণা এলো বড্ড দেরি করে।

ডাক্তারদের যে প্রয়োজনীয় উপকরণ দেয়া হয়নি তা মাননীয় প্রধানমন্ত্রী নিজে নারায়ণগঞ্জের হাসপাতালের আরএমও এর মাধ্যমে জানতে পারলেন। এতদিন আমরা চিৎকার করেছি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ডাক্তারদের কথা শুনুন। তিনি যেহেতু শুনেছেন সেহেতু কাজ হবে এইটা আশার কথা।

এইবার আমাদের লাইফ লাইনের কথা বলি। আমাদের যা আছে অনেক দেশেরই তা নেই। অথচ আমরা ভুলেই গিয়েছিলাম আমাদের আসল শক্তির কথা। আমাদের আসল শক্তি আমাদের কৃষি। আর অন্য কোন কিছু নয়। না গার্মেন্টস না অন্যকিছু। বাঁচার জন্য খাবার লাগে। না গাড়ি না দালান না অন্যকিছু। সেই খাবারটিই আমাদের আছে। দরকার এখন একে ঢেলে সাজানোর।

আমাদের কৃষকদের আমরা বড্ড অবহেলা করেছি দিনের পর দিন। সময় এসেছে ভুল শুধরে নতুন করে পথ চলার। করোনা আমাদের ভাবার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগটিকে কাজে লাগাই।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রান্তিক পর্যায়ে রাষ্ট্রীয় খরচ বাড়ানোর। সেই খরচটি যদি কৃষি খাতে খরচ করা যায় তবে আমরা পাবো নতুন ভোর। করোনার কারণে ৮০ ভাগ মানুষ গ্রামে চলে গেছে শহর ছেড়ে। তাদের সেখানে কাজে লাগান। একমাত্র কৃষি দিয়েই তা সম্ভব।

এজন্য আমাদের দরকার প্রয়োজনীয় জেলায় পর্যাপ্ত খাদ্য গোডাউন নির্মাণ। কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে, প্রয়োজনে ভর্তুকি দিয়ে সরাসরি ফসল কিনে নিলেই আমাদের দেশের অর্থনীতি এমনিতেই ঘুরে যাবে।

গবেষণায় দেখা গেছে, কৃষককে এক টাকা দেয়া হলে তা জাতীয় অর্থনীতিতে ৪০ গুণ বেশি ফেরত দেয়। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, বিনা, ইরি, কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষকদের, শিক্ষকদের সাথে বসে এখনই কিছু করুন। সিদ্ধান্ত নিন দ্রুত।

সারা বিশ্বে করোনার কারণে গার্মেন্টসের চাহিদা হ্রাস পাবে, তেলের দাম কমে যাওয়ায় মধ্য প্রাচ্যে শ্রমিকদের চাহিদা হ্রাস পাবে। ফলে আমাদের অর্থনীতির প্রধান দুটি চালিকাশক্তি খেই হারিয়ে ফেলবে।

একমাত্র আমাদের দেশকে বাঁচাতে পারে কৃষি কৃষি এবং কৃষি।

লেখক :
কাওসার শাহীন
সাবেক শিক্ষক
যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-ইউডা

সংবাদটি শেয়ার করুন