জামাই ইতালি থেকে ফিরেছে শুনেই বউ বাড়ি থেকে পালিয়েছে। কারণ- করোনার ভয়। মরার ভয়।
হয়তো এই বউটি কিছুদিন আগেই জামাইকে বলেছিল, তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি দেশে চলে আসো। একটা আইফোন পাঠাও।
মিরপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধের লাশ রেখে পালিয়েছে স্বজনরা। অথচ তাঁর রেখে যাওয়া ধন-সম্পদ ভোগ করবে এরাই।
করোনা সংকট কেটে যাবে একসময়। তবে বদলে যাবে দুনিয়া। নতুন এক যুগে প্রবেশ করবে। বিশ্ব রাজনীতিও বদলে যাবে। সেই সমাজে মানুষ হয়তো আরও মানবিক হবে। অথবা আরও অমানবিক হবে।
অপেক্ষা…
লেখক : সাংবাদিক ও গবেষক




