ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পুষ্পাকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাশমিকা

পুষ্পাকে টার্নিং পয়েন্ট হিসেবে দখেছেন রাশমিকা

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। আর এই তেলেগু সিনেমায় কাজ করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন রাশমিকা মান্দানা। কেউ কেউ তো জাতীয় ক্রাশও বলে থাকেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমের সম্প্রতি মুখোমুখি হন এই তারকা। অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট সম্পর্কে জানতে চাইলে জবাবে তিনি বলেন, “আমার অভিনয় জীবনের সিনেমাগুলোর মধ্যে প্রথম ‘কিরিক পার্টি’র তারপর ‘গীতা গোবিন্দম’ আমাকে একজন পারফরমার হিসেবে সবার নজরে নিয়ে আসে। আর পুষ্পাতে অভিনয় করে একজন অভিনেতা হিসেবে ভারতজুড়ে সবার কাছে পরিচয় করিয়েছে।”

রাশমিকা বলেন, আমাদের জানামতো আমরা একটি ভালো সিনেমা বানিয়েছি। আগেই সফলতার ব্যাপারে যদিও বলা যায় না তবে কন্টেন্ট বিবেচনায় কিছুটা আন্দাজ করা যায়। বাস্তবে সিনেমাটি যত সাড়া ফেলেছে তাতে আমরাও চমকে গেছি।

তিনি আরও বলেন, ‘এখনো আমি নিজেকে খুঁজে ফিরি। আমি কখনোই অভিনেতা ছিলাম না। পাবলিক ফিগার ধারণা আমার কাছে নতুন একটি বিষয়।’

রাশমিকা মান্দানা অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘গুডবায়’ ৭ অক্টোবর মুক্তি পাবে। বালাজি মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে তারকার মিলনমেলার মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা সহ আরও অনেকে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন