ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সুখের লুকোচুরি

আমরা সুখ বুঝি না,

আমরা সুখ খুঁজি না,

         সুখ খোঁজার ভান করি,

আমরা খুঁজি স্বাচ্ছন্দ্য,

আমরা খুঁজি আনন্দ

         অকারণ অভিমান করি

আমরা কিছুটা কাজ করি।

তার বেশি কথার ফুলঝুড়ি

         নিজেদের গুণগান করি।

আমরা কষ্ট পেতে চাই না,

আমরা দু:খ পেতে চাই না,

         দু:খেরই অভিনয় করি ।

আমরা তো অভাব চাইনা,

স্বভাব অভিযোগ বায়না,

         কেন কাজের মূল্য পাইনা

আমরা মেলে দুইহাত,

দেখাই কতো যে অৎুহাত,

         কাজটা নয় অতো সোজা ।

নিজের নেই কোন দোষ,

চরিত্র একেবারে নিষ্কলুষ,

         সহজ অন্যের দোষ খোঁজা,

আমাদের বংশ খুব ভালো,

সবকিছু সুন্দর ঝমকালো

         নিজের কাজটা করি না।

আনন্দবাজার/ম.আর

সংবাদটি শেয়ার করুন