ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধূমপান ছেড়ে দিলে মিলবে ৬ দিনের ছুটি

ধূমপান ছাড়ার উদ্দেশ্যে অনেকেই অনেক সময় নানান ধরনের পদক্ষেপ নিয়ে থাকে । কিন্তু এতে খুব কম ব্যক্তিই সফল হতে পারেন । এবার কর্মীদের ধূমপান ছাড়াতে এগিয়ে এসেছে একটি করপোরেট প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটির কোন কর্মী যদি ধূমপান না করে তাহলে ঐ কর্মীকে অতিরিক্ত ছয়দিন ছুটি দেওয়ার ঘোষনা দিয়েছে কোম্পানিটি। আর এই সুযোগটি পেতে হলে আপনাকে হতে হবে জাপানি ওই প্রতিষ্ঠানের কর্মী।

এমন পদক্ষেপে বেশ সাড়া ফেলেছে পিয়ালা ইনকরপোরেশন নামে টোকিওভিত্তিক বিপণন সংস্থাটির । কিন্তু শখ করে এমন সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির অফিস ২৯ তলায়। কোন কর্মী যদি ধূমপান করতে চান তবে তাকে যেতে হয় বেসমেন্টে। আর তাই মোটামুটি ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে এই ধূমপান বিরতি। ওই সময়ের কাজ সামাল দেন অধূমপায়ী কর্মীরা।

প্রতিষ্ঠানটির মুখপাত্র হিরতাকা মাতসুশিমা বলেন, তাদের অধূমপায়ী একজন কর্মী বছরের শুরুতে কোম্পানিটির পরামর্শ বাক্সে এই বিষয়টি তুলে ধরেন। তিনি লিখেন, ধূমপান বিরতি কাজে বিঘ্ন ঘটাচ্ছে।

আর এই কারনে অধূমপায়ী কর্মীদের পুরস্কার স্বরূপ কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) তাকাও আসুকা বেতনসহ অতিরিক্ত ছুটির ঘোষণা দিয়েছেন। তিনি জানান, কর্মচারীদের জরিমানা বা জবরদস্তির চেয়ে প্রণোদনার মাধ্যমে ধূমপান ছাড়তে উৎসাহিত করাই উত্তম পন্থা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন