মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিটিআরআই এ বাংলাদেশ চা বোর্ড আয়োজিত ৫৬তম বার্ষিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে ৬ দিনব্যাপী বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদি ব্যবস্থাপনা ও হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। কোর্সে মৃত্তিকা ব্যবস্থাপনা, উন্নতজাত নির্বাচন কৌশল, আধুনিক চা চাষাবাদ পদ্ধতি (প্রুনিং, টিপিং, প্লাকিং, ড্রেনেজ ও খরা ব্যবস্থাপনা) পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা, চা প্রাণরসায়ন, স্ট্যাটিস্টি, চা প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয়াদি হাতে কলমে সংশ্লিষ্ট চা বিজ্ঞানী ও বিশেষজ্ঞ কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার বিকেলে বিটিআরআই এর সেমিনার কক্ষে ৫৬তম বিটিআরআই’র বার্ষিক কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রপ প্রোডাকশন ডিপার্টমেন্ট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীবৃন্দ বার্ষিক কোর্স সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
বিটিআরআই সূত্র জানায়, চলতি বছর বার্ষিক কোর্সটিতে দেশের চা বাগানসমূহের ৩১টি চা বাগানের ৪২ জন নবনিযুক্ত সহ-ব্যবস্থাপক বৈজ্ঞানিক উপায়ে চা চাষের সামগ্রিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণে আংশগ্রহণ করেন।
বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট প্রতিবছর দেশের ১৬৭টি চা বাগানের ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপকদের জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে।