হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিফা আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর। গতহ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিক্সা থেকে নামতে গিয়ে গলায় ওড়না পেছিয়ে তার মৃত্যু হয়।
নিহত শিফা চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার আব্দুস ছালামের মেয়ে ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিফা আক্তার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে তার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় তার গলায় ফাঁস লাগার পাশাপাশি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তার লাশ হস্থান্তর করা হয়েছে।