অগ্নিকাণ্ডে ক্ষতি ২ কোটি
বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকাসহ ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত পৌন তিনটার দিকে সদর উপজেলার বাঘমারা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মধ্যরাত ২.৪৫মি. দিকে বাঘমারা বাজারের পঞ্চায়ন দাশের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে। পরে সেখান থেকে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে এতে ১৫টি দোকান, নগদ টাকাসহ দোকানে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কনকনে শীত ও গভীর রাত হওয়ায় আগুন নেভাতে পারেনি এলাকাবাসী। পরে এলাকাবাসী বান্দরবান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় দোকানদারদের ধারনা, চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং এ অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদার মিঠুন দাশ বলেন, আমরা রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। হঠাৎ রাত ৩ টার দিকে মসজিদের মাইকে শুনে পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি ততক্ষণে আমার দোকান পুড়ে ছাই, কিছুই উদ্ধার করতে পারি নাই।
বাঘমারা বাজার চৌধুরী স্বপন চক্রবর্তী বলেন, মধ্যরাতে বাজারে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি কটিয়ে উঠতে সুদমুক্ত ঋণ চান তিনি। বান্দরবানের রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ৪০ মি. কাজ করে আগুন নেভাতে সক্ষম হই। তিনি আরো জানান, বাঘমারা বাজারের আগুনে পুড়েছে ১৩টি দোকান আর এই ঘটনায় ২টি বসতবাড়ী আর একটি গরুর মৃত্যু হয়েছে। তবে ক্ষয়ক্ষতি সঠিক পরিমান তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে। এদিকে, বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসক। গতকাল দুপুরে সদর উপজেলার বাঘমারা বাজারে ১৬ জনের প্রত্যেককে সেনা রিজিয়নের পক্ষ থেকে ৫ হাজার, জোনের পক্ষ থেকে ৩ হাজারসহ মোট ৮হাজার করে নগদ টাকা, শীতবস্ত্র (কম্বল) ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ লিটার বিশুদ্ধ পানি, ১ কেজি লবণ, ২ কেজি আটা ও ১ কেজি সয়াাবিন তেল প্রদান করেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান রিজিওয়ানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক প্রমুখ।