পাহাড়ের ঐতহ্যিবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) ত্রিনা চাকমার অবসরজনিত বিদায় সংবর্ধনা, তিন জনের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমা, খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) আবু সাঈদ, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা প্রমুখ।
বক্তব্যে শিক্ষকরা বলেন, ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের চারপাশে আজ যেন শূণ্য, নিস্তব্ধ নিসর্গ যেন আমাদের সবার হৃদয় গোপন বেদনা, বিয়োগের করুণ আর্তিতে ব্যথাতুর। আপনার দীর্ঘদিনের শ্রমে-মেধায় পরিপূর্ণ যে প্রতিষ্ঠান, তাকে ছেড়ে আপনি আজ চলে যাচ্ছেন দূরে। সেজন্য আমাদের অনন্ত গভীর বেদনায় মূহ্যমান। এ সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সবুজায়নের জন্য খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা ও সাজ্জাদ হোসেন সাজুকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ত্রিনা চাকমা ৩৪ বছর শিক্ষকতার জীবন পার করেন। প্রথম খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করেন। ২০২০ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পান। আজ থেকে নতুন প্রধান শিক্ষক হচ্ছে দেবব্রত চাকমা।