বাগেরহাট জেলায় এই প্রথম পচনশীল পণ্য সংরক্ষনের জন্য হিমাগার (কোল্ডস্টোরেজ) উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লি. নামের এ হিমাগার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধনী করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।