বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মাস্তিতস্কি ও ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভের সঙ্গে বৈঠক করেন রাশিয়া প্রবাসী সিআইপি প্রকৌশলী আলমগীর জলিল।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আলমগীর জলিল। এছাড়া বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্ব সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়তর হবে বলে প্রত্যাশা করেন তিনি। সিআইপি হওয়ায় আলমগীর জলিলকে অভিনন্দন জানান আলেক্সান্ডার ভিকেনতেভিচ মাস্তিতস্কি ও ম্যাক্সিম দোব্রোখোতভ।
অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের ‘কাউন্সিল চেয়ারম্যান’ এবং সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়ার সভাপতি আলমগীর জলিল। মহামারির সময় তিনি রাশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করেছেন। এ ছাড়া তিনি প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকেন। রাশিয়ার বাংলাদেশি কমিউনিটিতে তিনি ‘সবার বন্ধু আলমগীর’ নামে পরিচিত।
আনন্দবাজার/শহক