ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেহাল সড়ক সংস্কারে উদ্যোগ নেই, জনদুর্ভোগ চরমে

পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লা থেকে রাজারদিয়ার হয়ে মথুরাপুর ইউনিয়নের উথুলী (কাঠ বাদামতলা) অভিমূখী এক সময়ের পাকা রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ ১১ বছর সংষ্কার কাজ না হওয়ায় রাস্তাটির অধিকাংশ জায়গার পিচ, ইটের সুড়কি উঠে গিয়ে ছোট ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ রাস্তায় প্রায়ই ছোট বড় দূর্ঘটনা ঘটলেও তা সংষ্কারের কোনো উদ্যোগ নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন এ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিমি.। রাজার দিয়ার মোড় থেকে রাস্তাটির একটি শাখা ভাদড়া বটতলায় গিয়ে চাটমোহর-পাবনা সড়কে মিশেছে। আফ্রাতপাড়া মহল্লার চঞ্চল হোসেন এবং নাহিদ হোসেন বলেন, চাটমোহর বাসস্ট্যান্ড থেকে পাবনা অভিমুখী রাস্তাটি একসময় চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ে। সে সময় বিকল্প হিসেবে এ রাস্তাটি ব্যবহার করতো যানবাহন চালকেরা। ভারি যানবাহন চলাচল করায় এবং দীর্ঘদিন যাবত সংস্কার কাজ না হওয়ায় এ রাস্তাটি এখন চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েেেছ।

চাটমোহর পৌর এলাকা ও উপজেলা সদরে যেতে এ এলাকার মানুষকে এ রাস্তা হয়েই যেতে হয়। ঝুঁকি নিয়ে এ রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত রাস্তাটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হক জানান, সর্বশেষ প্রায় ১১ বছর আগে এ রাস্তাটি মেরামত করা হয়েছিল। তার পর থেকে এ পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির মেরামত কাজ করেনি। বর্তমানে রাস্তাটি বেহাল দশায় উপনীত হয়েছে। এ এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে অতিদ্রুত রাস্তাটির সংস্কার কাজ করা প্রয়োজন বলে জানান তিনি।

চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, রাস্তাটির বর্তমান অবস্থা বেশ খারাপ। আশা করছি খুব শিঘ্রই মেইনটেনেন্স এর আওতায় এনে রাস্তাটির সংস্কার প্রস্তাব উর্ধ্বতন মহলে প্রেরণ করবো।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন