ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শতবর্ষের চিতইপিঠা উৎসব

শতবর্ষের চিতইপিঠা উৎসব

প্রচন্ড শীত উপেক্ষা করে পিরোজপুরের নাজিরপুরে শতবর্ষের চিতইপিঠা উৎসবে হাজারও মানুষের সমাগম হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শুরু হওয়া এ উৎসব রাতব্যাপি চলাসহ গত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ১০৮ চুলায় এ চিতই উৎসব চলে।

উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়ির কালি মন্দিরে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ওই মন্দিরের ভক্তসহ বিভিন্ন লোকজন বছরের মাঘের অমাবশ্যা তিথিতে সেখানে উপস্থিত হয়ে চিতাই উৎসবে যোগদেন বলে জানান কালি মন্দিরের পুরোহিতের দায়িত্বে থাকা দেবলাল চক্রবর্তী।

কালি মন্দিরের পুরোহিতের দায়িত্বে থাকা দেবলাল চক্রবর্তী জানান, গত প্রায় শত বছরের আগে থেকে তাদের পূর্ব পুরুষ হরষিত আনন্দ চক্রবতী এ মেলার আয়োজন করেন। এখানে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। তারা তাদের মনোবাসনা পুরনের জন্য এখানে মানত করেন। আর তাদের মনোবাসনা পূর্ণ হলে এখানে এ চিতই উৎসবে যোগ দেন। তিনি আরো জানান, সন্ধ্যা ৭টায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। আর রাত ব্যাপী ও পরের দিন সকাল ১০টা পর্র্যন্ত এ অনুষ্ঠান চলে। পরে সকালে খিচুরি অনুষ্ঠানের মধ্য দিয়ে তা শেষ হয়। ১০৮ চুলায় চিতইপিঠা (কাঁচি খোচা পিঠা) তৈরী হয়। একটি মাঠে মাটি দিয়ে সারি করে তৈরী ওই সব চুলায় মাটির তৈরি সাজে চালের গুড়ার ওই পিঠা তৈরিতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারী ভক্তরা। এ উৎসবকে স্থানীয়ভাবে চিতই উৎসব বলে।

নাজিরপুরের স্থানীয় ইউপি সদস্য জুলহাস উদ্দিন সান্টু জানান, এখানে এ উৎসব একটি ঐতিহ্যবাহী উৎসব হিসাবে পরিণত হয়েছে। শতবছরের এ উৎসব সম্পর্কে আমাদের পূর্ব পুরুষের কাছ থেকে জেনেছি। এ উৎসবে আমরা স্থানীয়রা ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্নভাবে সহযোগীতা করে থাকি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন