ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অশালীন চ্যাটে কলকাতা থেকে দেশে ফেরলো কূটনীতিক

অশালীন চ্যাটে কলকাতা থেকে দেশে ফেরলো কূটনীতিক

এক ভারতীয় মহিলার সঙ্গে মোবাইলে অশালীন অবস্থায় চ্যাটিংয়ের অভিযোগে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক কূটনীতিককে তড়িঘড়ি দেশে ফেরত এনেছে বাংলাদেশ। মহম্মদ সানিউল কাদের নামে ওই কূটনীতিক কলকাতাস্থিত ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব (রাজনৈতিক) পদে কর্মরত ছিলেন।

এক ভারতীয় মহিলা এবং ওই কূটনীতিকের নগ্ন অবস্থার একটি ভিডিয়ো চ্যাট ফাঁস হয়ে যায়। তারপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই পদক্ষেপ করে। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সানিয়ুল ওই ভিডিয়ো চ্যাটে যুক্ত থাকায় তাঁকে দেশে (বাংলাদেশ) পাঠানো হয়েছে। তৌফিক দাবি করেছেন নেটমাধ্যমে বিষয়টি ফাঁস হয়েছে। যদিও আনন্দবাজার অনলাইন ওই ভিডিয়ো যাচাই করেনি।

এই সংক্রান্ত দু’টি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ। ভিডিওতে দেখা যায়, তাঁরা দু’জন নগ্ন অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপেও লিপ্ত। ভিডিওটি ফাঁস হওয়ার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৬ জানুয়ারি পেট্রাপোল সীমান্ত হয়ে দেশে ফিরে যান সানিয়ুল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন