ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাতিয়ায় বাল্কহেড-ট্রলার সংঘর্ষ, ৫ শ্রমিকের লাশ উদ্ধার

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড এবং মাটিবাহী ট্রলারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক সাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন মোবারক হোসেন, মো. আজমল, নুরুল ইসলাম, আল আমিন ও নাজির। তাঁদের বাড়ি কুমিল্লার মুরাদনগর ও তিতাস উপজেলায়।

চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আমরা বালুবাহী বাল্কহেডটি আটক করেছি। বাল্কহেডের সুকানিসহ চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে। এ ছাড়া তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, বালুবাহী বাল্কহেড হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সঙ্গে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। পরে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ শ্রমিক নিহত হন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, সকালে রামপুর চর থেকে মাটিবোঝাই একটি ট্রলার বাগাদী হয়ে মৈশাদী এলাকায় যাচ্ছিল। পথে বাগাদী মমিনপুরে ডাকাতিয়া নদী অতিক্রমকালে বিপরীত থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১১ জন মাটিকাটা শ্রমিকের মধ্যে পাঁচ জন নিহত হন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন