মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ ৩৫০ খুঁটির অপসারণ করেছে লক্ষ্মীপুর জেলা মৎস্য অধিদফতর। গতকাল রবিবার দিনভর মেঘনার কাটাখাল, ভোলারচর ও মেঘারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিগত কয়েক বছর ধরে একটি স্বার্থান্বেষীমহল মেঘনার কাটাখাল, ভোলারচর ও মেঘারচরে প্রায় কয়েক হাজার খুঁটি গেড়ে ফুটজাল ব্যবহার করে আসছে। এতে নদীর বিভিন্ন প্রজাতির মাছ একপাশ থেকে অন্য পাশে চলাচল করতে পারে না। ফুটজাল ব্যবহার করার কারণে মাছের ডিম, রেণুপোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জলজ পরিবেশ বিনষ্ট হচ্ছে। চলতিবছরে তৃতীয় অভিযানের মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান।
বিশেষ এ অভিযান আগামি ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত চলবে বলেও জানান তিনি। বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কোষ্টগার্ডের কন্টিজেন কমান্ডার এম রহিজ উদ্দিন, সদর উপজেলার মৎস্য সহকারী আবুল কাশেম প্রমুখ।
আনন্দবাজার/এম.আর