ঢাকা | মঙ্গলবার
৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

সারাদেশে নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতির মধ্যেই সদরঘাট থেকে ছাড়া হচ্ছে লঞ্চ। সকাল থেকে বেশকিছু লঞ্চ ছাড়লেও এখন পর্যন্ত দূরপাল্লার কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ঢাকা নদীবন্দর (সদর ঘাট) যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মো. আলমগীর কবীর শনিবার দুপুরে জানান, সকাল থেকে ১২টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। এরমধ্যে কিছু কিছু লঞ্চের মাস্টার না থাকায় ছাড়া সম্ভব হয়নি।

বিকেল থেকে  দূরপাল্লার লঞ্চগুলো চলাচল করবে বলেও জানান তিনি। তবে চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে কি না এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

এর আগে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাত ১২টার পর থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের নৌ বন্দরগুলোতে শনিবার অনেকটা অচলাবস্থা দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন