ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতিয়ায় ৮৮ হাজার মিটার কারেন্টজাল ধ্বংস

হাতিয়ায় ৮৮ হাজার মিটার কারেন্টজাল ধ্বংস

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নের চতলার খাল এলাকায় অভিযান চালিয়ে ৮৮ হাজার মিটার কারেন্টজাল ও ৪০টি বিহিন্দিজাল জব্দ করেছে কোস্টগার্ড।

গতকাল রবিবার সকালে নলচিরা ঘাটে এনে মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বলেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানকালে চতলার খালসহ বিভিন্ন এলাকা জেলেদের মাছ ধরার নৌকা থেকে ৮৮ হাজার মিটার কারেন্টজাল ও ৪০টি বিহিন্দিজাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন