সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ। পড়াশোনার পাশাপাশি সচেতনতামূলক ভিডিও বানিয়ে এরমধ্যেই আলোচনায় এসেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা পরিচিত পেয়েছেন মানবিক কন্যা হিসেবে। বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছিলেন। ব্রডওয়ে শোতে পারফর্মের জন্যও নির্বাচিত হয়েছিলেন।
তরব প্রিসিলা ভক্তদের জন্য দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন তিনি। প্রিসিলা নিজেই শুক্রবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণী।
অসুস্থতার কারণে পূর্ব নির্ধারিত সব অনুষ্ঠানও আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিসিলা। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সাংবাদিকতা ও রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে এ তরুণীর। পাশাপাশি আইন নিয়ে পড়াশোনা করতে চান তিনি।
আনন্দবাজার/ টি এস পি