ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শনাক্ত এক লাফে সাড়ে চার হাজার

শনাক্ত এক লাফে সাড়ে চার হাজার

জলোচ্ছ্বাসকে হার মানাচ্ছে করোনা পরিস্থিতির দৌড়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা।  বিধিনিষেধের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার রোগী ও শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৩৭৮ জন নতুন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় এই পরিমাণ রোগী গত গত ২৬ আগস্টের পর সর্বোচ্চ। সে দিন দেশে এক দিনে ৪ হাজার ৬৯৮ জন রোগী পাওয়ার কথা জানানো হয়েছিল। আগের দিন ২৪ ঘণ্টায় দেশে রোগী পাওয়া যায় ৩ হাজার ৩৫৯ জন। অর্থাৎ এক দিনেই রোগী বেড়েছে এক হাজার ৩৩৯ জন।

রোগী বাড়ার পাশাপাশি বেড়েছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় যত নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ১৪ দশমিক ৬৬ নমুনায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। এর চেয়ে বেশি হারে রোগী শনাক্ত হয় গত ২৫ আগস্ট। সেদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও আগের দিনের চেয়ে বেশি হয়েছে। ৮৫৩টি পরীক্ষাগারে ২৯ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৯২০টি। অর্থাৎ করোনার উপসর্গও বেশি দেখা যাচ্ছে, যা আবার গণসংক্রমণের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। তবে রোগী ও সংক্রমণ হার বাড়লেও মৃত্যু কমেছে। আগের দিন ২৪ ঘণ্টায় দেশে ১২ জনের মৃত্যুর তথ্য জানানো হলেও গত এক দিনে তা কমে হয়েছে ৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ২৮ হাজার ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পুরুষ দুই জন, চার জন নারী। এদের মধ্যে ২০ ঊর্ধ্ব, ৩০ ঊর্ধ্ব, ৪০ ঊর্ধ্ব ও ৫০ ঊর্ধ্ব, ৬০ ঊর্ধ্ব ও ৭০ ঊর্ধ্ব এক জন করে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত রোগী পাওয়া গেছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন