ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ চত্বরে শতাধিক পথশিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা।
ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা’। সংগঠনটি বছর জুড়ে বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। চলতি শীতে দেশের বিভিন্ন জেলায় দরিদ্রদের মাঝে প্রায় ২শ কম্বল বিতরণ করেছে সংগঠনটি।
‘ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা’র সভাপতি আতিকুর রহমান শুভর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আমরিন নুজহাত মুমুর সঞ্চালনায় ‘পথ তারা’ ইশকুলের অসহায় শতাধিক শিক্ষার্থীকে কম্বল বিতরণ করা হয়।

আতিকুর রহমান শুভ বলেন, দরিদ্র মানুষের শীতের কষ্ট উপলব্দি করেই এ প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় এ আয়োজন করা হয়। আমাদের সমাজে যেমন হতদরিদ্র মানুষ আছে তেমনি বিত্তবান মানুষও আছে। সমাজের বিত্তবানেরা যদি তার আশপাশের মানুষের কষ্টে সামান্যতম সহযোগিতা করে, তবেই সমাজের এসব অসংগতি দূর করা সম্ভব।
পথ তারা ইশকুল-এর প্রতিষ্ঠাতা আফনান আলম শাকিব বলেন, সংগঠনটি মূল উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ঈদে সামর্থহীনদের নতুন পোশাকের ব্যবস্থা করা। শীতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা সংগঠনটির পুরনো কর্মসূচি। এ বছরই প্রথম পথশিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। সমাজের কাছে দায়বদ্ধতা থেকেই এ আয়োজন। সামর্থবানরা শীত যখন বাহারী পোশাক পড়ে উষ্ণতা গ্রহণ করে তখন এই শিশুরা নগ্ন পায়ে, উদোম গায়ে শীতে কাঁপে। এ শীতে সুবিধাবঞ্চিতদের একটু উষ্ণতা দিতেই এই আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন ‘পথ তারা ইশকুলের’ এর প্রতিষ্ঠাতা আফনান আলম শাকিব, ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার সভাপতি আতিকুর রহমান, আমরিন নুজহাত মুমু, শাহরিয়ার অপূর্ব, রাকিব, আনিকা, তোফা, রাশেদ প্রমূহ। আরও উপস্থিত ছিলেন ‘পথ তারা’ ইশকুলের পরিচালকবৃন্দ।
আনন্দবাজার/ টি এস পি




