ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিধিনিষেধের প্রজ্ঞাপন আজ-কালের মধ্যেই’

দেশে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে সরকার বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। যা আজ রবিবার বিকেলে অথবা আগামীকাল সোমবার বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের বিভাগীয় ৮টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই দেশে সংক্রমণের হার বাড়ছে। গতকালও দেশের সংক্রমণের হার ৬ শতাংশের কাছাকাছি ছিল। যখন থেকে সংক্রমণ বাড়া শুরু হয়েছে, তখন থেকেই আমরা সতর্কতা নিয়ে প্রচার করে যাচ্ছি। কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। যার ফলে শনাক্তের হার বাড়ছে।

প্রজ্ঞাপনের ব্যাপারে জাহিদ মালেক বলেন, এখনই জনগণকে সচেতন হতে হবে। না হলে সংক্রমণ আরও বাড়বে। শিশুরা আক্রান্ত হচ্ছে। সংক্রমণ বেড়ে গেলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

করোনাভাইরাসের টিকা এখন ৬ কোটির মতো মজুত আছে জানিয়ে তিনি বলেন, আমাদের মোট ৩১ কোটি ডোজ টিকার পরিকল্পনা রয়েছে। মানুষের টিকা নেওয়ার আগ্রহ কমে গেছে। টিকাদান কর্মসূচি কমিউনিটি পর্যায়ে নেওয়া হয়েছে। টিকা নেওয়ার ফলে মৃত্যুর হারও কমেছে, কিন্তু মাস্ক না পরলে সংক্রমণ কমানো যাবে না।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন