ফেনীতে বিক্রয় নিষিদ্ধ ৮০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। গতকাল ফেনী পৌর মত্স্য আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. খোরশেদ আলম মিস্টার নামে এক আড়তদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ফেনীর সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় পৌর মাছ আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স পদ্মা মাছের আড়ত থেকে বিক্রি নিষিদ্ধ ২ মণ পিরানহা মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ওই আড়তের স্বত্বাধিকারী মো. খোরশেদ আলম মিস্টারকে নিষিদ্ধ মাছ সংরক্ষণ, মজুদ ও বিক্রির দায়ে মত্স্য সংরক্ষণ আইনের আওতায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মনিরুজ্জামান নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মত্স্য রক্ষা আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় ৪ হাজার টাকা জরিমানা আদায় ও দুই মণ মাছ জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
আনন্দবাজার/ইউএসএস