প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার পদ্মা সেতু পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী এ সময় সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটেছেন বলে জানা গেছে। এ সময় তার সাথে ছিল ছোট বোন শেখ রেহানা।
প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে মাওয়া প্রান্ত দিয়ে সকাল ৭টা ৫০ মিনিটে সেতুতে ওঠেন। এবং সাড়ে ৮টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। জাজিরা প্রান্তে সেতুর সার্ভিস এরিয়া দুইয়ে সকালের নাস্তা করেন প্রধানমন্ত্রী। এরপর আবার সেতু পার হয়ে ফিরে আসেন সড়ক পথে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বলেন, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ওঠেন। পরে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার পথ পায়ে হাঁটেন। এরপর আবার গাড়িতে ওঠেন।
আনন্দবাজার/ টি এস পি