ঢাকা | বৃহস্পতিবার
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয় হচ্ছে জেসি বোস কমপ্লেক্স

জনপ্রিয় হচ্ছে জেসি বোস কমপ্লেক্স

দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে বিজ্ঞানী স্যার জেসি বোস কমপ্লেক্স ও পিকনিক কর্নার। জগৎবিখ্যাত বিজ্ঞানী জগদীস চন্দ্র বসুর স্মৃতিচারণে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল তার পৈত্রিক ভিটায় ২০১১ সালে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন কমপ্লেক্সটি। শীতকালীন সময়ে দূরদুরান্ত থেকে কমপ্লেক্সটি দেখতে পর্যটকদের ভিড় জমে। কাছাকাছি ঘুরে বেড়ানোর জন্য স্থানীয়দের কাছেও কমপ্লেক্সটি এখন বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সময় পেলেই দলবেঁধে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসছেন উপজেলাবাসী। রাঢ়িখালে স্যার জেসি বোস কমপ্লেক্সটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে সারাদেশে।

সরেজমিনে দেখা যায়, সুবজ গাছ পালায় ঘেরা বিশাল জায়গাজুড়ে কমপ্লেক্সটির অবস্থান। স্যার জেসি বোস কমপ্লেক্স চত্বরজুড়ে উপভোগের জন্য রয়েছে পিকনিক কর্নার, কৃত্রিম পাহাড়, লেক ও কাঠের সেতু, কাচারি ঘর, পাকা ঘাটলাসহ বড় বড় পুকুর, কৃত্রিম জীবজন্তু ও পুরাতন দালানকোঠা। এছাড়াও পর্যটকদের নজর কাড়বে স্যার জগদীস চন্দ্র বসু জাদুঘরটি। এখানে বিশ্ববিজ্ঞানীর বর্ণাঢ্য জীবনের গুরুত্বপূর্ণ সব ইতিহাস ও দুর্লভ কিছু ছবি রাখা হয়েছে। নিরিবিলি পরিবেশে কমপ্লেক্সটি ঘুরে দেখার জন্য দূরদুরান্ত থেকে প্রতিদিন শত শত পর্যটন আসছেন।

কমপ্লেক্সের মূলফটকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেই ভিতরে প্রবেশ করা যায়।
টিকেট মাস্টার মোবারক মিয়া জানান, কমপ্লেক্সটি শুরুর দিক থেকেই কাউন্টারের দায়িত্বে আছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপ্লেক্সটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শীতকালীন সময়ে এখানে পর্যটনের আগমন বেশি হয়। কমপ্লেক্সে প্রবেশ মূল্য ২০ টাকা। ৫ বছরের নিচে শিশুদের জন্য কোনো টিকেট সংগ্রহ করতে হয় না। দেশের বিভিন্ন প্রান্তথেকে শিক্ষা সফর ও পিকনিকের জন্য দিতে হবে আগাম বুকিং (কমপ্লেক্স কাউন্টার ০১৭১৯-৩৪৩৫২০)। বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন বিদ্যাদলয়ের শিক্ষার্থীরা শিক্ষাসফর ও পিকনিকের জন্য এখানে আসেন।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন