শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটকের ঢল পড়েছে বান্দরবানে

পর্যটকের ঢল পড়েছে বান্দরবানে

টানা তিনদিনের ছুটি পেয়ে প্রিয়জনদের নিয়ে বান্দরবানে ভিড় করছেন ভ্রমণপ্রিয়রা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের ব্যাপক ভিড় দেখা যায়। এই সময়ে অর্ধলাখেরও বেশি পর্যটকের পা পড়েছে বান্দরবানে এমন তথ্য জানায় হোটেল মালিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নীলগিরি, নাফাকুম, আমিয়াকুমসহ বান্দরবানের অন্যান্য পর্যটনকেন্দ্র মিলে প্রায় অর্ধলাখ পর্যটকের পা পড়েছে পাহাড়কন্যা বান্দরবানে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা দেখা গেছে।

ওমিক্রন আতঙ্কের মধ্যেই আনন্দে মেতেছেন তারা। অন্যান্য সময় জায়গাভেদে দৈনিক ৮০০ থেকে ১০০০ পর্যটকের উপস্থিতি থাকলেও টানা ছুটিতে এ সংখ্যা বেড়েছে ছয় থেকে সাতগুণ।

বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রের কাউন্টার ম্যানেজার সুকুমার জানান, সকাল থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার পর্যটকের আগমন ঘটেছে মেঘলায়।

অন্যদিকে অন্যতম দর্শনীয় স্থান নীলাচলে ছয় থেকে সাত হাজার পর্যটকের সমাগম হয়েছে বলে জানান গেটম্যান আকাশ।

আনন্দবাজার/এম.আর

আরও পড়ুনঃ  টিকাদান কর্মসূচি উদ্বোধনের জন্য প্রস্তুত কুর্মিটোলা

সংবাদটি শেয়ার করুন