ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল এইচএসসি পরীক্ষার্থীদের ‘সময় নিয়ে বের হওয়ার’ পরামর্শ

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘সময় নিয়ে বের হতে’ অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আগামিকাল বুধবার সকালে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। সফরের প্রথম দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়া তার বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা প্রস্তুতি দেখার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, বুধবার ভারতের রাষ্ট্রপতি দেশে আসবেন। ওইদিন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অতিথির নিরাপত্তার বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয় বলেই কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

‘এ অবস্থায় অনুরোধ করব, যারা পরীক্ষার্থী, তারা যেন হাতে সময় নিয়ে বের হন। কারো সমস্যা হলে তারা যেন জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করেন। প্রয়োজনে পুলিশ পরীক্ষা হলে পৌঁছে দিতে সহায়তা করবে।’- যোগ করেন তিনি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন