বেশকিছু দিন আগে থেকেই সারা দেশে শীত পড়তে শুরু করেছে। কিছুদিনের মধ্যই শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল রবিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার থেকে তাপমাত্রা আরও কমতে থাকবে।
আবহাওয়াবিদরা জানায়, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে তেঁতুলিয়ায়। উত্তর পশ্চিম অথবা উত্তর দিক থেকে বইছে হাওয়া। উত্তর জনপদে মৃদু শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সোমবার থেকে রাজশাহী, রংপুর, যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ধীরে ধীরে এর বিস্তার ঘটবে। চলতি সপ্তাহে বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আনন্দবাজার/ টি এস পি